রাতের খাবার খেতে আসা গ্রাহকদের ওজন মাপার পাশাপাশি সেই অনুপাতে খাবার অর্ডার নেওয়ার জন্য ক্ষমা চেয়েছে মধ্য চীনের একটি রেস্তোরাঁ। খাদ্য অপচয় বন্ধে জাতীয় অভিযান চালুর পরে ওই রেস্তোরাঁয় এ নীতিটি চালু করা হয়েছিল। দেশটির চাংশা শহরের সেই রেস্তোরাঁয় এই সপ্তাহ থেকে প্রবেশদ্বারে দুটি বড় আকারের ওজন মাপার স্কেল বসানো হয়। এরপরে ডিনার করতে আসাদের ওজন অনুসারে অ্যাপের মাধ্যমে মেন্যুতে থাকা খাবার বাছাই করতে পরামর্শ দেয়।