শ্রীলংকা সফরের মাঝপথে সাকিবকে পেতে চায় বিসিবি

দৈনিক আজাদী প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ০৬:৫০

.tdi_2_f30.td-a-rec-img{text-align:left}.tdi_2_f30.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});আইসিসির নিষেধাজ্ঞায় দীর্ঘ দিন খেলার বাইরে আছেন সাকিব। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সেভাবে অনুশীলনও করতে পারেননি। তার ফিটনেস ফিরে পাওয়াকেই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন নাজমুল হাসান। নিষেধাজ্ঞা শেষে শ্রীলংকা সফরের মাঝপথে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে দলে পাওয়ার আশা বিসিবি প্রধানের। আগামী ২৯ অক্টোবর শেষ হবে সাকিবের এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ। ২৪ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার নাজমুল হাসান জানান, নিষেধাজ্ঞা থেকে মুক্তির দিন থেকেই দলে থাকতে পারেন সাকিব। ‘যখনই সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাবে তারপর থেকেই সে আমাদের হয়ে খেলতে পারবে। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি, সে কবে ফিরবে। তবে এটার সঙ্গে তার ফিটনেস এবং তার প্রস্তুতির ব্যাপার আছে। ‘আমরা এখন থেকেই তাকে দেখব। আমাদের কোনো ফিজিও ‘ওয়ান টু ওয়ান’ তাকে দেখতে পারবে। আমরা তার ফিটনেস টেস্টও নেব। ও আগে (শ্রীলংকায়) চলে গেলে আমরা সেখানে তার অবস্থা পরীক্ষা করতে পারি। হঠাৎ করে গিয়েই তো খেলতে পারবে না। ‘ও ওর মতো করে অনুশীলন করবে। এ মাসেই সে চলে আসবে এবং অনুশীলন করবে। আশা করছি, সে ফিট থাকবে এবং আমাদের সঙ্গে শ্রীলংকায় যোগ দিতে পারবে এবং খেলতে পারবে।.tdi_3_822.td-a-rec-img{text-align:left}.tdi_3_822.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সাকিব ইস্যুতে মোহামেডানের সংবাদ সম্মেলন স্থগিত

জাগো নিউজ ২৪ | মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, মতিঝিল
২ বছর, ১১ মাস আগে

নিজেকে ছাড়িয়ে যেতে চান সাকিব

ইত্তেফাক | হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা
৩ বছর, ৬ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us