হঠাৎ ফিট সাকিব, যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়

ঢাকা টাইমস প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ১৪:২৫

ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে ৫০দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিব)। আসছে দক্ষিণ আফ্রিকা সফরে অংশ নেবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।


শনিবার মিরপুরে বিসিবির সঙ্গে বৈঠকের পর নিজেই একথা জানিয়েছেন সাকিব আল হাসান।


এর আগে মানসিকভাবে খেলার জন্য ফিট না থাকার জন্য সাকিব আল হাসানকে শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছিল বিসিবি। কিন্তু হঠাৎ করেই এই ইস্যুতে নতুন মোড় নেয়। দুপুরের দিকে বিসিবিতে আসেন নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসান।


বিসিবি কার্যালয়ে তাদের বৈঠক শেষে সাকিব আল হাসান নিজেই জানালেন, চলতি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত তিনি। শুরুতে দ্বিধায় থাকলেও, এখন নিজেকে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য এভেইলেবল মনে করছেন তিনি।


এরপর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আগামীকাল (রবিবার) রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সাকিব ইস্যুতে মোহামেডানের সংবাদ সম্মেলন স্থগিত

জাগো নিউজ ২৪ | মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, মতিঝিল
৩ বছর, ৫ মাস আগে

নিজেকে ছাড়িয়ে যেতে চান সাকিব

ইত্তেফাক | হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা
৪ বছর আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us