রাজধানীসহ দেশের মানুষের জীবনযাত্রার চেহারা দেখলে বোঝার উপায় নাই যে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ৪২ জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে কোভিড-১৯ এ নতুন করে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৯৯৫ জন। একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া দেশের হাটবাজার, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, দোকান পাট, রাস্তাঘাট, লঞ্চ-স্টিমার, ট্রেনে মানুষের সমাগম ফিরেছে আগের চেহারায়।বিভিন্ন জনের কাছে জানতে চাইলে তারা বলেন, জীবনের প্রয়োজনেই সব কিছু আবার শুরু করেছেন তারা। মনের ভয় কেটে গেছে। করোনা হলেই নিশ্চিত মৃত্যু- এরকম ভয় এখন আর তাদের দুর্বল করে না।