মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন দিনাজপুরের ‘সুরা মসজিদ’
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০, ০৯:৪৫
মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ‘সুরা মসজিদ’। ৪০০ বছর আগের এই স্থাপত্য কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। প্রাচীন মসজিদটির নির্মাণশৈলী এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। দিনাজপুরের ঘোড়াঘাট বাসস্ট্যান্ড থেকে প্রায় ১০ মাইল পশ্চিমে হিলি-ঘোড়াঘাট সড়কের পাশে চৌগাছা এলাকায় মসজিদটির অবস্থান। স্থানীয় অনেকের মতে, শত শত বছর আগে জ্বিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করে। আবার মসজিদটির কারুকার্য ও স্থাপত্যেশৈলী দেখে কেউ কেউ ধারণা করেন ১৬ শতকে সুলতানি আমলে হোসেন শাহীর শাসনকালে এটি নির্মাণ করা হয়। মসজিদটির বাইরের দিকের আয়তন উত্তর-দক্ষিণে ৪০ ফুট এবং পূর্ব