আইসোলেশনে করোনা রোগী ৬জন, তিন মাসে হাসপাতালের খরচ ৮ লাখ টাকা!
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০, ২২:১৪
করোনাভাইরাসের মহামারির সময়ে সরকারের দেওয়া প্রণোদনার টাকা হরিলুট হয়েছে ঝালকাঠি সদর হাসপাতালে এমন অভিযোগ উঠেছে। ২০১৯-২০ অর্থবছরে এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কোভিড-১৯ আক্রান্ত রোগী ছিল মাত্র ৬ জন, তবুও মার্চ থেকে করোনা প্রতিরোধ প্রস্তুতি ও এই রোগীদের চিকিৎসায় জুন পর্যন্ত ৩ মাসে খরচ দেখানো হয়েছে ৮ লাখ টাকা। এরমধ্যে ৫ লাখ টাকা দেখানো হয় জুনে রোগীদের খাবার খরচ ছাড়াও চিকিৎসক ও নার্সদের হোটেল ভাড়া, খাবার বিল ও যাতায়াত ভাতা খাতে। অথচ এ হাসপাতালের চিকিৎসকরা যাতায়াত করেছেন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সে। কেউ হোটেলে অবস্থান না করলেও দেখানো হয়েছে হোটেল ভাড়া ও খাবারের বিল।