গাইবান্ধায় বন্যার ভেসে গেছে প্রায় সাড়ে ৪ কোটি টাকার মাছ
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০, ১৯:৩৩
লাগাতার তিন দফা বন্যায় গাইবান্ধার ৭ উপজেলার ছোট-বড়ো ৯৪৩টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে ৬৭৭ জন মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন। গাইবান্ধা জেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, বন্যায় প্রায় চার কোটি ১০ লাখ টাকার মাছ ও ১২ লাখ টাকার পোনা মাছ বানের জলে ভেসে গেছে। এছাড়া পুকুরের অবকাঠামোগত ক্ষতি হয়েছে প্রায় ১২ লাখ টাকার। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় চার কোটি ৩৯ লাখ টাকা।