করোনায় আরো ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৯০৭

মানবজমিন প্রকাশিত: ১০ আগস্ট ২০২০, ০২:৪০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯০৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৩ হাজার ৪৩৮ এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৫০৭ জনে। দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য  জানান। তিনি আরো জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত এক লাখ ৫০ হাজার ৪৩৭ জন সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৭৫ শতাংশ। ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮৫৫টি এবং পরীক্ষা  হয়েছে ১২ হাজার ৮৪৯ টি। এখন পর্যন্ত ১২ লাখ ৭৩ হাজার ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত শানাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us