ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননের রাজধানী বৈরুতকে সহায়তায় তহবিল গঠনে আজ রোববার ভার্চুয়াল সম্মেলন করতে যাচ্ছেন আন্তর্জাতিক নেতৃবৃন্দ। ফ্রান্স ও জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় আজ বিকেল ৫টায় এ সম্মেলনে শুরু হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। বৈরুতের গভর্নর অফিসের তথ্য অনুসারে, ছয় বছরেরও বেশি সময় ধরে বৈরুত বন্দরে অরক্ষিতভাবে সংরক্ষণ করা কয়েক হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেটে আগুন লেগে গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। লেবাননের ইতিহাসে সবচেয়ে বড় বিস্ফোরণের ঘটনা এটি। এর ফলে দেশটির আর্থিক ক্ষতি হয়েছে আনুমানিক ১০ থেকে ১৫ বি