নবাবগঞ্জে সালমান এফ রহমানের পক্ষে তরুণের ত্রাণ বিতরণ

মানবজমিন প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ০০:০০

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে নদী ভাঙনকবলিত পরিবারের মাঝে, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ খাবার সামগ্রী বিতরণ করেছেন। গতকাল দুপুরে জেলার কৈলাইল ইউনিয়নের মেলেং এলাকায় কালীগঙ্গা নদী ভাঙনকবলিত পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে একইদিন খাবার সামগ্রী বিতরণের আগে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তরুণ। কীভাবে স্থায়ীভাবে নদী ভাঙন রোধ করা যায় এসব বিষয়ে স্থানীয়দের সাথে আলোচনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, মেলেং উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হুমায়ূন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি সুজন বাবু, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক রমজান আলী, জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, কৈলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখার সভাপতি দিপ্ত দেওয়ান প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us