মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে চোখ অন্যতম। তবে যত্নের অভাবে বা বিভিন্ন কারণে মাঝেমধ্যেই চোখের নানা রোগ দেখা দেয়। এর মধ্যে চোখের পাতার ভেতরের অংশে লাল হয়ে ফুলে ওঠার সঙ্গে প্রদাহ হয় অনেকেরই। একে বলা হয় অঞ্জলি। ডাক্তারি ভাষায় বলা হয় হোরডিওলাম। চোখে পাতায় থাকা তেলগ্রন্থিতে হওয়া প্রদাহ এই সমস্যার কারণ।