মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণ রায়হান কবিরের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সালমা আলী বলেছেন, তার (রায়হান কবির) পক্ষে বাংলাদেশ সরকার আরও শক্ত অবস্থান নিতে পারত। অথচ তা নেয়নি। এটি সকল প্রবাসীকে হতাশ করেছে।রায়হান কবিরের গ্রেফতার প্রসঙ্গে জাগো নিউজের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট সালমা আলী। তিনি বলেন, ‘রায়হান কবিরের বিষয়টি আমরা সচেতনভাবে প্রত্যক্ষ করছি। সে আল-জাজিরা টেলিভিশনে যে সাক্ষাৎকার দিয়েছে, তা দেখেছি। সে অন্যায় কিছু বলেনি।