বিয়ে হচ্ছে কম, আনন্দোৎসব নেই

প্রথম আলো প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ১২:০৯

এখন খুব কম পরিমাণে বিয়ে হলেও আনন্দোৎসব নেই। আগের মতো আয়োজনও নেই। করোনার দাপটে অনুষ্ঠান আয়োজন বন্ধ। লকডাউনের সময় বিয়ে বন্ধ ছিল। গত ৩১ মে থেকে লকডাউন উঠে যাওয়ার পর অল্প কিছু বিয়ে হচ্ছে। তবে বিয়ের কথা বললে—হৈ–হুল্লোড়, গায়েহলুদ, তোরণ, বাড়ি–গাড়ি–বাসর সাজানো, কার্ড বিতরণ, বউভাত, অতিথি আপ্যায়ন, দূরে–কাছের স্বজনদের মিলনমেলার যে চিরায়ত বিপুল আনন্দ–উৎসবের ছবি চোখের সামনে ভেসে ওঠে, তা আর নেই।

এখন ঘরোয়া পরিবেশে ধর্মীয় রীতি মেনে প্রয়োজনীয় কাজটি সারা হচ্ছে। এতে যে কেবল জীবন থেকে এক অপার আনন্দই হারিয়ে গেছে তা–ই নয়, পাশাপাশি কাজি–পুরুত থেকে শুরু করে বিয়ের ব্যবস্থাপনায় যুক্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us