কমনওয়েলথ প্লাটফর্মের মাধ্যমে স্থানীয় নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগগুলোর অর্থায়নের ক্ষেত্রে বহুপাক্ষিক সহযোগিতা ও রিসোর্স শেয়ারিংয়ের ওপর জোর দিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম। সম্প্রতি কমনওয়েলথ এন্টারপ্রাইজ এবং ইনভেস্টমেন্ট কাউন্সিল আয়োজিত ‘কমনওয়েলথ ক্লিন এনার্জি কনভারসেশন’ শীর্ষক ওয়েবিনারে এ বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। চলমান এই প্রতিযোগিতামূলক বাজারে নবায়নযোগ্য জ্বালানি উৎসগুলোর জন্য সুষম ও সাশ্রয়ী ট্রানজিশন তৈরির বিষয়ে এ ওয়েবিনারে আলোচনা হয়।