ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির বিনিময়ে মুক্তির প্রস্তাব দেয়া হয়েছিল কাইলিকে!
প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ১৭:২৯
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ১০ বছরের সাজা ভোগ করছেন ব্রিটিশ-অস্ট্রেলিয়ান নারী কাইলি মুর-গিলবার্ট। দুই বছরের মতো তেহরানের জেলে থাকলেও সদ্যই মরু অঞ্চলের কুখ্যাত এক জেলে পাঠানো হয়েছে তাকে। অভিযোগ উঠেছে, এত কঠোরতার কারণ ইরানের প্রস্তাবে রাজি না হওয়া। ইসলামী প্রজাতন্ত্রটি তাকে তাদের হয়ে গুপ্তচরবৃত্তির প্রস্তাব দিয়েছিল এবং তাতে মিলতো মুক্তিও। যদিও মুর-গিলবার্ট তাতে রাজি হননি।
২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ইরানের কারাগারে রয়েছেন মেলবোর্ন ইউনিভার্সিটির লেকচারার কাইলি। এ নারী অবশ্য তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন।