‘অবহেলিত’ খুলনা অঞ্চলের উন্নয়নে উদ্যোগ নিচ্ছে সরকার : পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ১৭:০০
খুলনা অঞ্চলকে দেশের অর্থনীতির ‘অন্যতম লাইফলাইন’ উল্লেখ করে রিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এক সময় দেশের ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধ ছিলো খুলনা অঞ্চল। কিন্তু সময়ের পরিক্রমায় সেই অঞ্চল অবহেলিত থেকে গেছে।’ তবে সরকার এ অঞ্চলের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।
খুলনা অঞ্চলের সম্ভাবনা এবং অনুমোদিত একপি প্রকল্পের বিস্তারিত প্রয়োজনীয়তা ও সামনের দিনে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরতেই এ কথা বলেন মন্ত্রী। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রায় ৩ হাজার ৭৫ কোটি টাকার ব্যয় সম্বলিত ৭টি প্রকল্প অনুমোদন শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।