জীবনসায়াহ্নে এসে পাপের শাস্তি পেলেন ৯৩ বছরের এক বৃদ্ধ। তার অপরাধও কম নয়। ৭৫ বছর আগে ১৯৪৪ সাল থেকে ৫২৩০ টি খুনের দায়ে তাকে জার্মানির একটি আদালত দোষী সাব্যস্ত করলো। ব্রুনো ১৯৪৪ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ডানস্কের পূর্বে স্টাথফ কনসেন্টেশন ক্যাম্পে প্রহরী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেও ব্রুনোর নামে কেস চলছিল। তখন তার বয়স ছিল ১৭ বছর।