তরুণদের নিয়ে মন্ত্রণালয় ও বিভাগের কাজে সমন্বয়ের অভাব: পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ১৪:৫৬
দেশের তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে কাজের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সেল গঠনের কথা সুপারিশ করা হয়েছে। পরিকল্পনামন্ত্রী এম মান্নান ও সাংসদ নাহিম রাজ্জাক এই সুপারিশ করেন। তাঁরা মনে করেন, তরুণদের নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজে সমন্বয়ের অভাব আছে। তাই এই ধরনের সেল করার পক্ষে মত দেন তাঁরা। আজ শনিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ আয়োজিত এক ওয়েবিনারে তাঁরা দুজন এ কথা বলেন।