খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পূর্ণকালীন পেশা হিসেবে নেওয়ার ইচ্ছে খুব একটা ছিল না ড্যারেনি স্যামির। কিন্তু সময়ের পরিক্রমায় কাজটাকে এমনভাবে ভালোবেসে ফেললেন, সব সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নিতে চলেছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটের কোচকে টেস্ট দলেরও কোচের দায়িত্ব নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। স্যামির ভাবনায় অবশ্য ছিল না এমন কিছু, তবে নতুন দায়িত্বে দলকে সাফল্যের পথে এগিয়ে নিতে তর সইছে না তার।
স্যামির নতুন এই দায়িত্ব শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন চক্রে। আগামী এপ্রিল থেকে তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের কোচ সাবেক এই অলরাউন্ডার। আগামী মাসে পাকিস্তান সফর দিয়ে শেষ হবে টেস্ট দলের বর্তমান কোচ আন্দ্রে কোলির দায়িত্ব।
বাড়তি দায়িত্বটি অপ্রত্যাশিত হলেও স্যামি রোমাঞ্চিত। টেস্ট দলকে সাফল্যের পথে এগিয়ে নেওয়ার ছক কষতে শুরু করে দিয়েছেন তিনি।