আমি রাজনীতিক নই, রাজনীতি বিজ্ঞানের ছাত্রও নই; রাজনীতিকদের ভাবনা-চিন্তা ও কার্যকলাপ দেখার জন্যই সম্ভবত এদেশে জন্মেছিলাম, তা করে যাচ্ছি। মনে প্রশ্ন জাগে, রাজনীতির উদ্দেশ্য কী? আমার ধারণা জনসেবা, জনকল্যাণ ও কল্যাণ রাষ্ট্র গড়াই রাজনীতির উদ্দেশ্য। আমরা কি জনকল্যাণ রাষ্ট্র গড়ার উদ্দেশ্য নিয়ে রাজনীতি করছি? খোলা চোখেই দেখতে পারি। জনকল্যাণ কথাটা বক্তব্যের আগে একবার, পরে একবার ধুয়োজারির মতো বলি। বাস্তবে আমরা জনকল্যাণ থেকে অনেক দূরে; নিজ কল্যাণ ও দল-কল্যাণ করি।
নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখি, যত সরকার এ পর্যন্ত দেশ চালিয়েছে, কোন কোন সরকার জনকল্যাণের উদ্দেশ্য নিয়ে জনগোষ্ঠীকে সুশিক্ষিত ও দেশ গড়ার জন্য রাষ্ট্র পরিচালনা করেছে? সর্বোচ্চ দু-একটা পাওয়া যেতে পারে। আবার রাজনীতিকদের উদ্দেশ্যের কথা বললে আগেই প্রশ্ন আসবে-জাহেরি উদ্দেশ্য, না বাতেনি উদ্দেশ্য? এদেশের এটাই তো সমস্যা। চুন খেয়ে যাদের গাল পুড়েছে, দই দেখলেও তারা নাকি ভয় পায়। অধিকাংশ রাজনীতিকের মুখে এক, অন্তরে আরেক।