ক্রমান্বয়ে আরও অবনতির দিকে যাচ্ছে কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি। দীর্ঘ এক মাস ধরে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার প্রায় ৯ উপজেলার ৬০টি ইউনিয়নের ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দি জীবন যাপন করছেন।