২০০৯ সালে মাত্র ২১ বছর বয়সে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন সাকিব আল হাসান। ততদিনে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শক্ত অবস্থান তৈরি করে ফেলেছিলেন তিনি, সে বছরই হয়েছিলেন আইসিসির র্যাংকিংয়ের সেরা অলরাউন্ডার। কিন্তু খেলার বাইরে তখন বেশ কিছু বিষয় নিয়ে বারবার বিতর্কিত হয়েছেন সাকিব। কখনও বোর্ড প্রধানের সঙ্গে বিবাদ, কখনও ঝামেলা হয়েছে নির্বাচকদের সঙ্গে, আবার কখনও ক্ষোভ উগড়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের ওপর। সবমিলিয়ে অধিনায়ক সাকিবের একটি নেতিবাচক রূপ তৈরি হয়ে যায় তখন।