প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ১৯ জুলাই আইসোলেশনের মাধ্যমে শুরু হয়েছে হজের কার্যক্রম। সীমিত আকারে হজের আয়োজনে হাজিদের জন্য কাবা শরিফের নিচের অংশে কিসওয়া বা গিলাফ উঁচু করে উপরের দিকে উঠিয়ে রাখা হয়েছে। খবর আল-আরাবিয়া ডটনেট।
প্রতি বছর হজের দিন পবিত্র কাবা শরিফের কিসওয়া বা গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানো হতো। এবার হজের প্রস্তুতির শুরুতেই কাবা শরিফের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার নিশ্চিত করতে কিসওয়া বা গিলাফের নিচের অংশ উঠিয়ে ফেলা হয়েছে।