চামড়া সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণে শিশুদের নিয়োগ দিলে ব্যবস্থা
প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ১২:৪৩
ঈদুল-উল-আজহার পর চামড়া পরিবহন, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের মতো ঝুঁকিপূর্ণ কাজে যেন শিশুদের নিয়োগ না করা হয় তা মনিটরিং করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। নিয়োগ দিলে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ঈদ-উল-আজহাকে সামনে রেখে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয় থেকে প্রথমবারের মতো কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরে চিঠি দেয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।