সমুদ্রের অবিশ্বাস্য যাত্রায় বেঁচে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের একটি দল এখন মালয়েশিয়ায় নিষ্ঠুর শাস্তির মুখোমুখি হয়েছে। তাদেরকে অভিবাসী আইনে সাত মাসের কারাদণ্ডে দণ্ডিত করে কারাগারে অমানবিকভাবে রাখা হয়েছে। মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, রোহিঙ্গা শরণার্থীদের সাথে এই অমানবিক ও নিষ্ঠুর আচরণের উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা।
এপ্রিলে নৌকা যোগে অবতরণকারী ৩১ জন রোহিঙ্গা দলকে অভিবাসী আইনে দোষী সাব্যস্ত করে মূলত সাত মাসের জেল দেওয়া হয়। এর মধ্যে ৯ জন নারী ও কয়েকজন শিশুও আছে। জুন মাসে দেয়া এই সাজাটিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল “নিষ্ঠুর ও অমানবিক” বলে নিন্দা জানিয়েছে।