নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের দুই মাঠকর্মীর বিরুদ্ধে গবাদি পশুকে (গরু-ছাগল) মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন (টিকা) দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই এলাকায় এ ঘটনায় ওই দুই মাঠকর্মীকে আটক করে রাখেন গবাদি পশুর মালিকরা। পরে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।