স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ১৬:৫৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড হারুন-অর-রশিদ বলেছেন, করোনা আজ বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই মহামারী বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এটি এখন মানব জাতির অস্তিত্বের প্রতি হুমকি স্বরূপ দাঁড়িয়েছে। এতদসত্ত্বেও আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। উদ্ভুত পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।