কোভিড নাইন্টিনের কারণে কঠিন চ্যালেঞ্জের মুখে বিশ্ব ফুটবল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পাতানো খেলা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে এএফসি। এ কারনে সদস্য দেশগুলোকে সতর্ক থাকতে গাইডলাইন মেনে চলার নির্দেশনা দিয়েছে সংস্থাটি। তাই পরবর্তী মৌসুমে পাতানো খেলা রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের কথা জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী। অতীতে শৃঙ্খলা ভঙ্গের শাস্তি পেয়েছেন এমন কাউকে ফুটবলে সম্পৃক্ত না করতে এএফসির পরামর্শের কথাও জানান এই সংগঠক।