রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে উপাসনা মন্দিরে আচার্যের ভূমিকা পালন করলেন এক আদিবাসী সাফাই কর্মী। রবীন্দ্র-ভাবনার সার্থক রূপায়ণ হলো। শান্তিনেকতনে বুধবারের উপাসনায় একসময় আচার্যের আসনে বসতেন রবীন্দ্রনাথ নিজে। কখনও ক্ষিতিমোহন সেনরা। উপাসনা মন্দিরে ব্রহ্মোপসনায় সেই আচার্যের আসনে এ বার বসলেন এক আদিবাসী সাফাই কর্মী, কালীচরণ হেমব্রম। করোনায় যখন সব বন্ধ, তখন কালীচরণরা রোজ এসেছেন। মন্দির, আশপাশের বাগান, চত্বর সাফ করে গিয়েছেন নিয়মিত। সেই কাজের পুরস্কার পেলেন কালীচরণবাবু।