করোনা লকডাউনের আগে খেলা ২৭ রাউন্ড শেষে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। বাকি ১১ ম্যাচে দুই দলই সব ম্যাচ জিতলে শিরোপা চলে যেত কাতালান ক্লাবটির শো কেসেই। কিন্তু তা করতে পারেনি বার্সেলোনা।
লকডাউনের পর ফিরে খেলা নয় ম্যাচে ড্র করেছে তিনটিতে, হারিয়েছে মূল্যবান ৬টি পয়েন্ট। যা কি না খুলে দিয়েছে রিয়াল মাদ্রিদের সম্ভাবনার দুয়ার এবং নিজেদের নয় ম্যাচের সবকয়টি জিতে তা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। যার ফলে এখন শিরোপা থেকে মাত্র দুই পয়েন্ট দূরে তারা। যা পেয়ে যেতে পারে আজই।