মেয়ে হয়ে রাতে রাস্তায় বেরিয়েছে! পোশাক আশাকের কোনও বালাই নেই, ভদ্র পোশাকে সবসময় বাইরে বেরোতে হয়। এমন কথা নতুন নয়, মেয়েদের উঠতে বসতে প্রায়ই শুনতে হয় এমন উপদেশবানী। মেয়ে মানে রাতে বাড়ির বাইরে পাও রাখা যাবে না। পরতে হবে ভদ্র সভ্য পোশাক অর্থাৎ শাড়ি বা চুড়িদার। অনেক সময়েই জিন্স বা অন্য পোশাক পরায় শিকার হতে হয় পুরুশের চোরা দৃষ্টি, অশ্লীল মন্তব্যের। মেয়েদের কাছে এসব প্রায় গা সওয়া হয়ে গিয়েছেই বলা যায়। কিন্তু ভাবুন তো এই একই পরিস্থিতিতে যদি ছেলেরা পরত? অর্থাৎ এই সমালোচনা, কটুক্তির শিকার যদি কোনও মেয়ের জায়গায় কোনও ছেলে হত, এক কথায় বলতে গেলে দুনিয়াটাই যদি পালটে যেত তাহলে কেমন হতো?