স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় বাংলাদেশ এয়ারলাইন্সকে কোটি টাকা জরিমানা
প্রকাশিত: ১৫ জুলাই ২০২০, ০২:০২
স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সাড়ে ৪ লাখ সৌদি রিয়াল জরিমানা করেছে সৌদি আরব। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা। এ ঘটনার জন্য কারা দায়ী তা খুঁজে বের করতে গত ১১ জুলাই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান। তবে কখন এই ঘটনা ঘটেছে তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। বিমান কতৃপক্ষ দাবি করছে তিন বছর আগে ২০১৭ সালে ঘটনাটি ঘটেছে। আবর্তনের পর বিমানের ওই উড়োজাহাজে স্প্রে না করায়, ঘটনাটি নজরে আসামাত্র পরিদর্শনের পর জরিমানা করে সৌদি কর্তৃপক্ষ।