করোনা জয়ের পর কিডনি দিয়ে ছেলেকে বাঁচালেন বাংলাদেশি মা
প্রকাশিত: ১৪ জুলাই ২০২০, ২৩:২৫
মায়ের দান করা কিডনি প্রতিস্থাপনের পর নতুন জীবন পেয়েছেন ছেলে উত্তম কুমার ঘোষ। কিডনি দান-প্রতিস্থাপনের সহায়তা মায়ের অসম লড়াইয়ে সীমাবদ্ধ নয়, একই সঙ্গে মা-ছেলেই করোনার বিরুদ্ধে লড়াই করে জিতেছেন। আর ভারতে প্রথম করোনাজয়ী ব্যক্তি হিসেবে উত্তম কুমার ঘোঘের শরীরে অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে।
জানা গেছে, গত জানুয়ারির শেষে বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে কলকাতায় চিকিৎসার জন্য যান ৩৮ বছরের উত্তম। ছেলের সঙ্গে কলকাতায় যান উত্তমের বাবা-মা-স্ত্রী ও কন্যাসহ পরিবারের সদস্যরা। দক্ষিণ কলকাতার মুকুন্দপুরের ‘রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস’ (দেবী শেঠি হাসপাতাল নামেও পরিচিত) হাসপাতালের চিকিৎসকদের দেখান উত্তম।