গত দুই দিনের টানা বৃষ্টিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা-মির্জাপুর সড়কের একটি অংশ ধসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। এলজিইডির অধীন এ সড়ক দিয়ে প্রতিদিন পাকুন্দিয়াসহ পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার হাজারো লোকজন থানারঘাট হয়ে কাপাসিয়া-গাজীপুর ও রাজধানী ঢাকায় যাতায়াত করে থাকেন।
এছাড়াও রিকশা, অটোরিকশা, বাস, ট্রাক, পিকআপসহ শতশত ছোট-বড় যানবাহন এ সড়কটি দিয়ে চলাচল করে থাকে। টানা বৃষ্টিতে সড়কটির হাজী জাফর আলী কলেজ সংলগ্ন স্থানটি ধসে দেবে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলরত পথচারী ও বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা যানবাহনের যাত্রীরা।