যমুনা নদী বিধৌত সিরাজগঞ্জ জেলার নদী তীরবর্তী উপজেলা শাহজাদপুর। যমুনায় পানি বাড়ায় উপজেলার কৈজুরীতে জমে উঠেছে নৌকা কেনাবেচার হাট। আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল হলেও শাহজাদপুরের নদী পাড়ের মানুষের বর্ষার পরও অনেক দিন নৌকায় চড়েই চলাফেরা করতে হয়। বন্যা কবলিত মানুষের সহজে পারাপারে ব্যবহার হয়ে থাকে নৌকা। শুক্রবার দিনভর যমুনা নদী ও নদী তীরবর্তী উপজেলার কৈজুরী মাদরাসা মাঠে দেখা মেলে এ নৌকার হাটের। ছোট, বড় ও মাঝারি নৌকা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা।
নৌকা ছাড়াও নৌকার লগি বৈঠা নিয়ে বসে থাকতে দেখা গেছে বিক্রেতাদের। এ নৌকা এবং লগি বৈঠা ক্রয় করতে বিভিন্ন এলাকা থেকে এসেছেন ক্রেতারা। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ নৌকা বেচাকেনা।