সরোজ খানের মৃত্যু যেন এক স্বর্ণযুগের অবসান। মাধুরীর ‘ধক ধক গার্ল’ বা শ্রীদেবীর ‘চাঁদনি’ হয়ে ওঠার নেপথ্যের জাদুকর ছিলেন সরোজ। ৩ জুলাই বলিউডের কিংবদন্তি এই নৃত্যপরিচালক ৭১ বছর বয়সে মুম্বাইয়ে মারা যান। তিনি চলে গেলেও তাঁর অমর সৃষ্টিগুলো রয়ে গেছে।
তিনবার ভারতের জাতীয় পুরস্কার পাওয়া এই কোরিওগ্রাফারের সেরা কয়েকটি সৃষ্টি নিয়ে এই প্রতিবেদনে। লিখেছেন দেবারতি ভট্টাচার্য। মেরে হাতো মে নও নও চুড়িয়াঁ হ্যায়ছবি: চাঁদনীহাতে রংবেরঙের কাচের চুড়ি। আবেদনমাখা দিঘল দুটি চোখ। আর লাল ঘাঘরা-চোলিতে শ্রীদেবীর নাচ। যশ চোপড়া প্রযোজিত এবং পরিচালিত চাঁদনি ছবির প্রতিটি গান স্মৃতিতে আজও তাজা। তবে সবকিছুকে ছাপিয়ে যায় ‘মেরে হাতো মে নও নও চুড়িয়া হ্যায়’ গানে শ্রীদেবীর নাচ।