দেশের বাম রাজনৈতিক দলগুলো এখন বহুধাবিভক্ত। দলগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক ও আদর্শিক মতানৈক্য। বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় ঐক্যবদ্ধ হলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মূলত হাঁকডাক, কথার প্যাঁচালিতেই সীমাবদ্ধ বাম দলগুলোর কার্যক্রম। অধিকাংশ বাম দলের সারা দেশে নেই কোনো কার্যক্রম। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তো দুরের কথা, অস্তিত্বের সংকটে ভুগছে অধিকাংশ বাম দল।