সারাক্ষণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। এখানে নানান জনের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে প্রতিদিন। মূলত বন্ধু না হলেও ভার্চুয়াল জগতে আপনার বন্ধু তালিকায় যুক্ত হচ্ছেন। তবে এদের অনেককেই আপনি চেনেন না, আবার অনেকের পোস্ট, কমেন্ট আপনার পছন্দ না। ভদ্রতার খাতিরে বা চক্ষুলজ্জার কারণে আনফ্রেন্ডও করতে পারছেন না। তবে আজ কিন্তু সেই কাজটি করতেই পারেন।
আজ দিনটি এসব বিরক্তিকর এবং অপছন্দের মানুষদের ছাঁটাই করার। ‘আনফ্রেন্ড দিবস’ বিশ্বের অনেক দেশেই পালন করা হয় বেশ আনন্দের সঙ্গে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই দিবস নিয়ে নানান স্ট্যাটাস এবং লেখালেখি চোখে পড়ে।
২০১৪ সালে কৌতুক অভিনেতা জিমি কিমেল ‘আনফ্রেন্ড ডে’ প্রতিষ্ঠা করেন। দিনটি প্রচলনের উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ও বিরক্তিকর ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে বাদ দেওয়া। যাদের সারা বছর সহ্য করেছেন বা আজকাল করে বন্ধু তালিকা থেকে বাদ দিতে পারছেন না আজ করে দিন।