করোনা চিকিৎসায় প্রতারণা : রিজেন্ট মালিকের বিরুদ্ধে মামলা হচ্ছে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১৩:৪৭

করোনা রোগীদের চিকিৎসার নামে প্রতারণা এবং করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসা এবং বাড়িতে থাকা রোগীদের নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট প্রদান করায় রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা হচ্ছে। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদসহ জড়িতদের বিরুদ্ধে এই মামলার প্রস্তুতি গ্রহণ করেছে র‌্যাব।


বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক সারওয়ার বিন কাশেম জাগো নিউজকে বলেন, করোনা রোগীদের সঙ্গে প্রতারণা ও ভুয়া করোনার রিপোর্ট দেয়ায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে এক নম্বর আসামি করে মামলা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে। আজই মামলা করা হবে। মামলা নথিভুক্ত হওয়ার পর রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদসহ জড়িতদের গ্রেফতারে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান সারওয়ার বিন কাশেম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us