You have reached your daily news limit

Please log in to continue


অভ্যন্তরীণ চাপ হালকা করতেই কি চীন-ভারত সীমান্ত উত্তেজনা?

জিরোসাম’ ভূ-রাজনৈতিক বাস্তবতা আদতে আছে কিনা অথবা এমন পরিস্থিতি আদৌ তৈরি হবে কিনা এমন প্রশ্নের উত্তর ভবিতব্যই দিতে পারে। কেননা এমন ‘জিরোসাম’ প্রতিযোগিতার খেলুড়ে দেশগুলো বিভিন্নভাবে পরস্পরের ওপর এমনভাবে নির্ভরশীল যে এ বিষয়ের অমীমাংসিত অবস্থাই বরং কাম্য। এতে অপরাপর দেশগুলোর ব্লক বেছে নিতে সুবিধা হয়। এই খেলায় ছোট দেশগুলো নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারে। যেমন হিমালয় ধারণ করা নেপাল পৃথিবীর প্রায় সকল ভৌগলিক বৈশিষ্ট্য ধারণ করা বিরাটাকার ভারতকে সীমান্তে একচোট দেখিয়ে দিল। যেটি দর্শক প্রদর্শক সবারই ভ্রু কুঁচকে দিয়েছে। একদা টেকেন ফর গ্রান্টেড প্রতিবেশী নেপালের এমন ইউটার্ন ভারতের জন্য নতুন ভাবনা। আর চীন তো এক আবহমান চ্যালেঞ্জ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন