‘প্রথমে শিল দিয়ে মাথায় আঘাত, তারপর ছুরি মেরে হত্যা’
প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ২০:৪০
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার সকালে ঝর্ণা আক্তার (২৬) নামে ওই নারীকে হত্যা করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) লব চৌহান।
এসআই আরো জানান, ঘটনার পর থেকে ঝর্ণা আক্তারের সাবেক স্বামী সোহাগ হোসেন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ শুক্রবার মোহাম্মদপুরের রায়ের বাজারের মেকআপ খান রোডে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই লব চৌহান দাবি করেন, ‘গত ৭ জুন ঝর্ণা আক্তার ও সোহাগ হোসেনের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। আজ সকাল ৬টায় হঠাৎ সোহাগ তার প্রাক্তন স্ত্রী ঝর্ণা আক্তারের বাসায় যান। সে সময় ঝর্ণা ওয়াশরুম থেকে বের হচ্ছিলেন। ঝর্ণাকে দেখেই প্রথমে শিল দিয়ে মাথায় আঘাত করেন সোহাগ। তখন ঝর্ণা নিচে পড়ে যান। তারপর সোহাগ ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন।’
লব চৌহান বলেন, ‘পরে সোহাগ পালিয়ে যান। ওই বাসার এক ভাড়াটিয়া ঝর্ণাকে রিকশায় করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথেই তিনি মারা যান। সকালে হাসপাতাল থেকে ঝর্ণার লাশ উদ্ধার করা হয়।’