মেক্সিকোয় মাদক নিরাময় কেন্দ্রে বন্দুকধারীর হামলা, নিহত ২৪
প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ২৩:৫৮
মেক্সিকোর একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। আহত আরও অন্তত সাতজন, এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে ঘটেছে এ ভয়াবহ ঘটনা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একদল বন্দুকধারী অনিবন্ধিত ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। এতে কেন্দ্রের বাসিন্দাসহ আরও অনেকে গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সেখানে ২৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটিতে কারা এমন তাণ্ডব চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে পুলিশের বিশ্বাস, এর পেছনে স্থানীয় মাফিয়া ও মাদক পাচারকারী চক্র জড়িত থাকতে পারে।