ফেসবুকে প্রতারণা: তিন বিদেশি গ্রেফতার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ১৯:২৮

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনি বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। গ্রেফতারকৃত তিন জনের মধ্যে একজন কেনিয়া এবং বাকি দুই জন ক্যামেরুনের নাগরিক।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ মোহাম্মদ রেজাউল হায়দার।গ্রেফতারকৃতরা হলো, সলেমান ওরফে এনগোয়াগ্যাং তেগোমো বারতিন, এনগোয়েনাং তোয়োসার্জ ক্রিস্টিয়ান, গেস একংগো আরনাস্ট ইব্রাহিম। বুধবার দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার বলেন, ‘এই তিন জন দীর্ঘদিন ধরে নানা কৌশলে ফেসবুকের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। ২০১৮ সাল থেকে তারা বাংলাদেশে অবস্থান করছে। তাদের সঙ্গে কোনও পাসপোর্টও পাওয়া যায়নি। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে তারা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করে প্রতারণা করে আসছিল।’

গ্রেফতারকৃতদের প্রতারণার ধরণ সম্পর্কে তিনি বলেন, ‘গ্রেফতারকৃতরা প্রথমে ফেসবুকে ফেক আইডি এবং নাম ব্যবহার করে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করে। প্রথমে তারা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। এরপর দামি গিফট পাঠানোর নাম করে কাস্টমস থেকে ছাড়িয়ে নিতে কৌশলে অর্থ হাতিয়ে নেয়। এদের সঙ্গে বাংলাদেশী নাগরিকও জড়িত রয়েছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us