ভাদু গায়েন আসর মাত করা বাউল শিল্পী। দশ গ্রামের নামকরা এই গায়েন রাত জেগে পালা গান গেয়ে সুরের জাদুতে মুগ্ধ করে শ্রোতাদের। যার গানের প্রেমে পড়ে সব ছেড়ে সুন্দরী জরিনা ঘর বেঁধেছিল ভাদুর সঙ্গে।কিন্তু গান-পাগল ভাদু সারাক্ষণ পড়ে থাকে গান নিয়েই। মন নেই স্ত্রী-সংসারে।
যে গান আর গানের মানুষকে ভালোবেসে জরিনা নিজের ঘর ছেড়েছিল, অল্পদিনের মধ্যে সেই গানকে তার সতীনের মতো মনে হতে থাকে। শুরু হয় নানা টানাপড়েন। ঘটনা প্রবাহে জরিনা আত্মহত্যা করে।
আর সেই থেকে ভাদু গায়েন আর কোনোদিন গান করেনি। মূলত এখান থেকেই শুরু হয় টেলিছবি ‘সুর সতীন’র আসল গল্প।
এতে ভাদু গায়েনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর তার স্ত্রী জরিনার চরিত্র করেছেন মেহজাবীন চৌধুরী।বৃন্দাবন দাসের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন সাইদুর রহমান রাসেল।