'টেস্ট না জিতলে কেউ বড় দল ভাববে না'

সমকাল প্রকাশিত: ২৮ জুন ২০২০, ১৭:৪৬

বাংলাদেশ দলের কাছে ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানো ছিল বড় পাওয়া। তামিম-সাকিব-মুশফিকদের ওই ম্যাচ দিয়েই উত্থান। মাশরাফি ততদিনে পরীক্ষিত সৈনিক। তবে সাকিব আল হাসানের কাছে ওই ম্যাচের সঙ্গে ১৯৯৭ আইসিসি ট্রফির ফাইনালের তুলনা হয় না। তিনি মনে করেন, ওই ম্যাচই বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে চলার পথ রচনা করে দিয়েছি।হারশা ভোগলের সঙ্গে ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজে এক ভিডিও আলাপে সাকিব সেই স্মৃতি কথা উল্লেখ করে বলেন, 'ম্যাচটা টিভিতে দেখা হয়নি।

রেডিওতে শুনেছিলাম। জয়ের পর মিছিল করেছিলাম, রঙ নিয়েে খেলেছিলাম।' তবে তিনি মনে করেন, আইসিসি ট্রফি, ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় এবং ২০০৭ সালে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ব্যাপার।এর মধ্যে ভারতের বিপক্ষে বিশ্বকাপে জয়ের ম্যাচের অংশ সাকিব। গুরুত্বপূর্ণ সময়ে ফিফটি পেয়েছিলেন। তার আগে ঝড়ো ইনিংস খেলে মোমেন্টাম গড়ে দিয়ে যান তামিম। ওই ম্যাচ নিয়ে তামিম কিছুদিন আগে জানান, শচীন, সৌরভ, দ্রাবিড়দের দেখতেই ব্যস্ত ছিলেন তিনি।

অনুভূতিটা সাকিবের জন্যও অনেকটা একই। তারা একই হোটেলে ছিলেন। সব সময় তাদের সঙ্গে দেখা হওয়াটা অসাধারণ ছিল তাদের কাছে। সাকিবরা ম্যাচটা শুধু উপভোগের মন্ত্রে খেলেছিলেন।তখন বড় দলকে হারানো ছিল আপসেট। তবে সাকিব মনে করেন এখন আর তা আপসেট না, 'এখন সবাই বিশ্বাস করে বাংলাদেশ দুর্দান্ত এক দল। আপসেট কেউ বলে না। কারণ শেষ চার-পাঁচ বছর আমরা ভালো ক্রিকেট খেলছি। যেকোন দলকে বাংলাদেশ হারাচ্ছে, এটা কারও কাছে এখন আর বিস্ময়ের নয়। বিশেষ করে ওয়ানডেতে।'তবে প্রকৃত অর্থে বড় দল হয়ে উঠতে নিয়মিত টেস্ট জিততে হবে বলে মনে করেন সাকিব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

রংপুরের বিপক্ষে মাশরাফিদের মান বাঁচানো পুঁজি

ঢাকা পোষ্ট | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
৩ মাস, ৪ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us