ফিফার কাছ থেকে ৮ কোটি টাকা পাচ্ছে বাফুফে

ঢাকা টাইমস প্রকাশিত: ২৮ জুন ২০২০, ১২:৩৬

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত ফুটবলের রিলিফ ফান্ডে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের অনুমোদন দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। সেই ফান্ড বাংলাদেশ ফুটবল ফেডারেশও (বাফুফে) ১০ লাখ মার্কিন ডলার সহায়তা পাবে। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ফিফার সদস্য রাষ্ট্রগুলোর জন্য এ রিলিফ ফান্ড কাজ করবে। তবে কিভাবে এই অর্থ ব্যয় হবে সে ব্যপারে কঠোর নিয়ন্ত্রণ থাকবে ফিফার।

২১১টি সদস্য দেশ এ ফান্ডের মূল একটি পরিমান অর্থাৎ ১ মিলিয়ন (১০ লাখ) মার্কিন ডলার (প্রায় সাড়ে ৮ কোটি টাকা) করে পাবে। এর মধ্যে ৫ লাখ ডলার অবশ্যই নারী ফুটবলের ব্যয় করতে হবে বলে ফিফা নির্দেশ দিয়েছে। একই সাথে প্রতি সদস্য দেশ কোভিড-১৯ রিলিফ লোনের জন্য ৩৫ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ৫ মিলিয়ন ডলার পর্যন্ত আবেদন করতে পারবে। কন্টিনেন্টাল সদস্য দেশগুলো রিলিফ হিসেবে পাবে ২ মিলিয়ন ডলার। এর সাথে রিলিফ লোন হিসেবে অতিরিক্ত ৪ মিলিয়ন ডলারের আবেদন করতে পারবে।

ইনফান্তিনো প্রতিশ্রুতি দিয়েছেন, অডিটের মাধ্যমে এ ফান্ড কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবহার করতে হবে। লোনের ক্ষেত্রে স্বচ্ছ শর্ত সাপেক্ষেই তা প্রদান করা হবে। ফিফা সভাপতি বলেন, ‘ক্লাব ও ফেডারেশনগুলো সত্যিকার অর্থেই বেশ বিপদে পড়েছে। বিশ্বের কিছু কিছু জায়গায় এখনো ফুটবল শুরু হয়নি। আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে।’ করোনভাইরাসের কারণে মার্চে বিশ্বজুড়ে ফুটবল বন্ধ হয়ে যাওয়ার পরেই এ রিলিফ ফান্ডের ঘোষণা দিয়েছিল ফিফা। যা এবার বাস্তাবায়নের পথে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us