পূর্ব লাদাখের দেপসং দখল করার জন্য চীনা বাহিনী এগিয়ে আসছে। বিশেষ সূত্রের বরাত দিয়ে জি নিউজ’র খবরে বলা হয়েছে, চীনা সেনাবাহিনী এরইমধ্যে নতুন এলাকা দখল করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এ উদ্দেশ্যে তারা ওই এলাকায় এগোতে শুরু করেছে। সঙ্গে চীনা বাহিনীর ট্যাঙ্ক মুভমেন্টও শুরু করেছে। তবে ওই এলাকায় ভারতীয় বাহিনীর অবস্থান বেশ শক্তিশালী বলে খবরে উল্লেখ করা হয়েছে। চীনা বাহিনী সংঘাতে জড়ালে ভারত শক্ত জবাব দিতে পারবে বলে খবরে মন্তব্য করা হয়েছে।
এদিকে লাদাখে সংঘাতের পর চীনকে বড়সড় জবাব দেয়ার কৌশল আটছে ভারত। তবে এখনো পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। ভারতের অভ্যন্তরে চীনা পণ্য বর্জনের ডাক দেয়া হলেও তাতে ভারতেরই ক্ষতি হবে বলে মত বিশ্লেষকদের। ভারতের রাজস্ব দফতর গত ২৩ জুন চীন থেকে আসা ফ্ল্যাট রোলড স্টিল, অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে।