পর্দা কেলেঙ্কারি: দুই আসামির জামিন বহাল

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ জুন ২০২০, ১৪:৫২

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘পর্দা কেলেঙ্কারির’ ঘটনার মামলায় দুই আসামিকে হাইকোর্টের দেওয়া শর্তসাপেক্ষে জামিনের বিরুদ্ধে কোনও আদেশ দেননি (নো অর্ডার) সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাদের জামিন বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা। দুই আসামি হলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান অনিক ট্রেডার্সের মালিক আব্দুল্লাহ আল মামুন ও জাতীয় বক্ষব্যাধী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সি সাজ্জাদ হোসেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৪ জুন) চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের আদালত এ আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
এর আগে গত ২১ জুন দুই আসামিকে শর্তসাপেক্ষে জামিন দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে ফরিদপুরের বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন। মামলায়, আসামিদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য অপ্রয়োজনীয় এবং অবৈধভাবে বেশি দামে যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টা করার অভিযোগ আনা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us