প্রদীপাঞ্চলের প্রধান হলো প্রদীপ কুমার। সে নিজে দৈত্য। তবে তেমন কোনও কাজ করতে হয় না। তার অনুচর আছে আরও তিন দৈত্য।
বিশেষ কাজে তাদের পাঠানো হয় নোয়াখালী, কিশোরগঞ্জ ও একটি জঙ্গলে। কিন্তু পৃথিবীতে এসেই একজন ডায়াবেটিকস বাঁধিয়ে ফেলে। তাই তারা আশ্রয় নেয় জঙ্গলে। ভর করে এক নারীর ওপরে।
ঈদের জন্য নির্মিত নাটক ‘তিন দৈত্য’র গল্পটা এমনই। মজার এই সাত পর্বের ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান।
আর এতে তিন দৈত্যের ভূমিকায় আছেন ফারুক হোসেন, বড়দা মিঠু ও জামিল হোসেন। নেতা প্রদীপ কুমার হিসেবে থাকছেন আনিসুর রহমান মিলন।