চীন নির্ভরতা কমাতে আমদানি পণ্যের তালিকা চেয়েছে ভারত সরকার

কালের কণ্ঠ প্রকাশিত: ২২ জুন ২০২০, ১৪:১৯

সারা ভারতে চীনা পণ্য বয়কটের আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু বাস্তবে তা কতখানি সম্ভব, সেটা নিয়েও প্রশ্ন উঠছে৷ কারণ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অনেক কিছুই চীন থেকে আমদানি করতে হয়৷

এ পরিস্থিতিতে চীন নির্ভরতা কমাতে তৎপর হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। চীন থেকে যে পণ্যগুলো আমদানি করা হয়, সেসবের তালিকা চাওয়া হয়েছে। এমনকি সেসব ভারতে উৎপাদিত হলে দাম কত পড়বে, উৎপাদনের ক্ষেত্রে কর সংক্রান্ত কী কী অসুবিধা রয়েছে, সেসবও শিল্পমহলের কাছে জানতে চেয়েছে কেন্দ্রীয় সরকার৷

ভারত সরকার মনে করছে, এসবের ফলে চীন থেকে নিম্নমানের বহু পণ্যের আমদানি যেমন কমানো যাবে, দেশে উৎপাদিত পণ্যের পরিমাণও বাড়বে। ফরে দেশের অর্থনীতি আরো চাঙ্গা হবে৷সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে হওয়া আত্মনির্ভর ভারত প্রকল্প নিয়ে একটি বৈঠকে চীনের উপরে নির্ভরতা কীভাবে কমানো যায়, তা নিয়ে আলোচনা হয়৷

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘাত বৃদ্ধির পরেই ভারতে চীনা পণ্য বয়কটের দাবি উঠেছে৷ সেই পরিপ্রেক্ষিতেই চীন নির্ভরতা কমাতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার৷

জানা গেছে, ভারতের মোট আমদানির প্রায় ১৪ শতাংশ চিন থেকে আসে। মোবাইল, প্লাস্টিকের খেলনা এবং ওষুধের কাঁচামালের জন্যই চীনের উপরে বেশি নির্ভরশীল ভারত৷ চীন থেকে যে পণ্য এবং কাঁচামাল বা সরঞ্জাম আমদানি করতে হয়, সেগুলো নিয়ে শিল্প মহলের মতামত এবং পরামর্শ চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us